১৪/০৮/২০২০ ০৭:৩০:১৪

matrivhumiralo.com পড়ুন ও বিজ্ঞাপন দিন

প্রতি মুহূর্তের খবর

o নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের মহড়া o অসহায় মানুষের পাশে পথশিশু ফাউন্ডেশন o অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ o মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি o পেয়ারা বেচা-বিক্রির জন্য রয়েছে ভাসমান বাজার
আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  ‘লায়লি-মজনু’র স্বল্পদৈর্ঘ্য যাত্রাপালা প্রদর্শনী

‘লায়লি-মজনু’র স্বল্পদৈর্ঘ্য যাত্রাপালা প্রদর্শনী

পাবলিশড : ২৭/০৯/২০১৮ ১১:২৭:০৭ এএম আপডেট : ২৭/০৯/২০১৮ ১১:২৯:৩৯ এএম
‘লায়লি-মজনু’র স্বল্পদৈর্ঘ্য যাত্রাপালা প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

 গ্রাম বাংলার ঐহিত্য যাত্রাপালা। হারিয়ে যেতে বসা এই ঐহিত্যকে ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘লায়লি-মজনু’র স্বল্পদৈর্ঘ্য যাত্রাপালা প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমী চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে বুধবার সন্ধ্যায় এই যাত্রাপালা প্রদর্শনীর উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। জাতীয় সংগীত গেয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ও জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির সদস্য ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, সমাজ সেবক মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এনামুল হক তুফান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, কবি অধ্যাপক আজিজুর রহমান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক কমিটির সদস্য গোলাম ফারুক মিঠুন, গৌরি চন্দ সিতু, জেলা শিল্পকলা একাডেমীর সহকারী কর্মকর্তা মো. রজব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিমনা নারী-পুরুষ। কাজী নজরুল ইসলাম বিরোচিত এই যাত্রাপালাটি জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল এর পরিকল্পনা ও নির্দেশনায় প্রদর্শিত হয়। যাত্রাপালা লায়লি-মজনু’র গানে সুরকারের দায়িত্ব পালন করেন মো. নূর ইসলাম। 

 

এ বিভাগের সর্বশেষ